যুক্তরাষ্ট্রকে টপকে ইইউর বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাবেক সর্ববৃহৎ ব্যবসায়িক অংশীদার যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে এই অঞ্চলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হিসেবে নাম লিখেছে চীন। গত বছর এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের পরিমাণ চীনের চেয়ে বেশি ছিল। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গত বছর ইইউ এবং চীনের মধ্যে ৭০৯ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইইউর বাণিজ্যের পরিমাণ ছিল ৬৭১ বিলিয়ন ডলারের।
বিজ্ঞাপন
ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান দপ্তর বলছে, ২০২০ সালে চীন ছিল ইইউর মূল বাণিজ্যিক অংশীদার। ২০১৯ সালের তুলনায় গত বছর চীনে ইইউর রপ্তানি বেড়েছে ৫ দশমিক ৬ শতাংশ এবং দেশটিতে ইইউর আমদানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র এবং ইইউর দ্বিপাক্ষিক বাণিজ্য ২০১৯ সালের তুলনায় ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি কমেছে ১৩ দশমিক ২ শতাংশ এবং ইইউতে দেশটির রপ্তানি কমেছে ৮ দশমিক ২ শতাংশ।
ইউরোপীয় ইউনিয়ন থেকে গত বছর উল্লেখযোগ্য পরিমাণ মোটর গাড়ি ও বিলাসবহুল পণ্য আমদানি করেছে চীন। একইসঙ্গে সেখানে বিপুল পরিমাণ চিকিৎসা উপকরণ ও ইলেকট্রনিক্স পণ্যও রপ্তানি করেছে।
বিশ্বজুড়ে করোনা মহামারিতে অধিকাংশ দেশের অর্থনীতি যখন পর্যুদস্ত তখন বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে একমাত্র চীন ২০২০ সালে প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। বছরের মাঝামাঝি সময় পর্যন্ত অনেকটা স্থবির অবস্থায় থাকলেও এরপর থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে দেশটির অর্থনীতি।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এই বাণিজ্য ঘাটতি পূরণে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন কোনো পদক্ষেপ নেবেন কিনা তা এখনো স্পষ্ট না হলেও চীন এবং ইইউ নিজেদের অর্থনৈতিক সম্পর্কে আরো দৃঢ় করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিশেষ করে চীনের বাজারে ইউরোপীয় কোম্পানিগুলোর প্রবেশ সুগম করতে মনযোগী এখন উভয়পক্ষই।
সূত্র: বিবিসি।
এসএমডব্লিউ