যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের পর এবার দেশটি থেকে যাত্রীবাহী সব ধরনের ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেদারল্যান্ডস। রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে।

নেদারল্যান্ডস সরকার এ প্রসঙ্গে  এক বিবৃতিতে জানিয়েছে,আগামী ১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।  এই অন্তবর্তী সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং দুই দেশের মধ্যে চলাচলকারী অন্যান্য পরিবহনও এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাজ্যে সম্প্রতি করোনাভাইরাসের যে নতুন ধরনটি শনাক্ত হয়েছে, ডিসেম্বরের প্রথম দিকে নেদারল্যান্ডসের এক ব্যক্তির দেহে এর উপস্থিতি পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতেই দেওয়া হয়েছে এই নিষেধাজ্ঞা।

ভাইরাসের এই ধরনটির ছড়িয়ে পড়া রোধ করতে খুব জরুরি প্রয়োজন ছাড়া দেশের নাগরিকদের যুক্তরাজ্যে ভ্রমণ না করতেও পরামর্শ দিয়েছে নেদারল্যান্ডস সরকার।

করোনাভাইরাসের নতুন ধরনটি সাধারণ ভাইরাসের তুলনায় ৭০ শতাংশ বেশি সংক্রামক—শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তা ঘোষণা করার পরই ফ্লাইট চলাচলে এই নিষেধাজ্ঞা দিল নেদারল্যান্ডস।

সম্প্রতি কোভিড-১৯ সংক্রমণের উচ্চহারের পরিপ্রেক্ষিতে লন্ডন এবং ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে চার স্তরের বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। রোববার মধ্যরাত থেকে তা কার্যকর হবে।  

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ