বুলডোজারের টায়ারে হাওয়া নেই। গাড়ি মেরামতের দোকানে সেই টায়ারে হাওয়া ভরছিলেন সেখানকার এক কর্মী। তার পাশে দাঁড়িয়ে টায়ারে হাওয়া পর্যাপ্ত দেওয়া হয়েছে কি-না সেটি দেখছিলেন অপর একজন। পরে তিনি সেখান দূরে চলে যান। পাশে থাকা আরেকজন এসে টায়ার চেপে দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে ফেটে যায়। আর মুহূর্তের মধ্যে টায়ারের ওপরে বসে থাকা এবং পাশের জন শূন্যে উড়ে মাটিতে আছড়ে পড়েন। বুলডোজারের এই টায়ার বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটে দু’জনের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, দেশটির ছত্তিশগড় প্রদেশের রাইপুর জেলার একটি গাড়ি মেরামতের দোকানে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। 

গত ৩ মে রাইপুরের সিলতারা শিল্প এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে টায়ার ফেটে শূন্যে উড়ে দু’জনের প্রাণহানির এই ঘটনার দৃশ্য ধরা পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, বিশাল একটি টায়ারে হাওয়া ভরছেন দোকানের একজন কর্মী। তখন পাশ থেকে অন্য একজন এগিয়ে আসেন এবং কয়েকবার টায়ারটি চেপে দেখেন।

তিনি চলে যাওয়ার পর পাশে থাকা আরেকজন এসে দুই হাত দিয়ে টায়ারের ওপর ভর করে হাওয়া পর্যাপ্ত হয়েছে কি-না সেটি দেখেন। আর সেই মুহূর্তে প্রচণ্ড শব্দে টায়ারটি ফেটে যায়।

শক্তিশালী বিস্ফোরণে ওই দুই ব্যক্তি কয়েক ফুট ওপরে শূন্যে ভেসে আবার মাটিতে আছড়ে পড়েন। নিহত দুই কর্মী মধ্যপ্রদেশের রেওয়া জেলার বাসিন্দা। টায়ার ফেটে প্রাণহানির এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি।

এসএস