মিয়ানমারে ভূমিকম্প, কাঁপল চট্টগ্রাম
দক্ষিণ এশিয়ার দেশ মিয়ানমারে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে দেশটিতে ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি)।
মিয়ানমারের এই ভূমিকম্প বাংলাদেশের সীমান্তবর্তী চট্টগ্রাম ও কক্সবাজারের কিছু কিছু এলাকায় অনুভূত হয়েছে বলে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন।
বিজ্ঞাপন
— EMSC (@LastQuake) May 1, 2022
ইএমএসসি বলছে, রিখটার স্কেলে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির দক্ষিণপূর্বাঞ্চলীয় ফালাম শহর থেকে ৬৪ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় এই ভূকম্পন কেন্দ্র বলছে, মিয়ানমারের মনিওয়া শহর থেকে ১১৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমাঞ্চলে ৮০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে।
— National Center for Seismology (@NCS_Earthquake) May 1, 2022
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র মিয়ানমারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে। তবে এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এসএস