অ্যাম্বুলেন্স ভাড়া নেই, ছেলের লাশ কাঁধে বাইকে ৯০ কিমি গেলেন বাবা
বহুবার বলার পরও হতভাগ্য বাবার আকুতি শোনেননি অ্যাম্বুলেন্স চালক। ভাড়াও কমাননি। ৯০ কিলোমিটার পথ যেতে ভাড়া চেয়েছিলেন ২০ হাজার টাকা। যা ওই দরিদ্র, শোকস্তব্ধ বাবার পক্ষে দেওয়া সম্ভব ছিল না। এমনকি তাকে সাহায্য করতেও কেউ এগিয়ে আসেননি।
অগত্যা এক পরিচিতের বাইকে চেপে বসেন ওই ব্যক্তি। কাঁধে তুলে নেন সন্তানের মৃতদেহ। বাইকের পেছনে বসে সন্তানে লাশ কাঁধে নিয়ে ৯০ কিলোমিটার পথ পাড়ি দেন তিনি।
বিজ্ঞাপন
— N Chandrababu Naidu (@ncbn) April 26, 2022
সোমবার ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি এলাকার শ্রী ভেঙ্কটেশ্বর রাম নারায়ণ রুইয়া সরকারি জেনারেল হাসপাতালে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে।
গোটা ঘটনার ভিডিও টুইট করেন অন্ধ্রের সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। এরপরই ভাইরাল হয়ে যায় ভিডিও। এ ঘটনা জানাজানি হওয়ার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আইএসএইচ