ইউক্রেনে চালানো সামরিক অভিযানের দ্বিতীয় ধাপে দেশটির দক্ষিণ অংশ ও দনবাসের ওপর পুরো নিয়ন্ত্রণের পরিকল্পনা করছে রাশিয়া। রুশ সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার এমনটাই বলেছেন।  

রাশিয়ান একটি সংবাদ সংস্থার বরাতে বিবিসি জানিয়েছে, দেশটির সেন্ট্রাল মিলিটারি ডিস্ট্রিক্টের ডেপুটি কমান্ডার মেজর রুস্তাম মিনেকায়েভ বলেছেন, ক্রিমিয়া ও পূর্ব ইউক্রেনের দনবাসের সঙ্গে স্থল করিডোর স্থাপনের পরিকল্পনা রয়েছে মস্কোর।

তিনি বলেন, বিশেষ সামরিক অভিযানের দ্বিতীয় ধাপ দুদিন আগেই শুরু হয়েছে। আর এতে রুশ সেনাদের মূল কাজ হবে দনবাস ও দক্ষিণ ইউক্রেনের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে ক্রিমিয়ার সঙ্গে স্থল করিডোর স্থাপন হবে, পাশাপাশি ইউক্রেনের অর্থনীতির প্রধান প্রধান সুবিধায় প্রভাব ফেলবে।  

রুস্তাম মিনেকায়েভ আরও বলেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে ট্রান্সনিস্ট্রিয়ায় প্রবেশের সুযোগ পাওয়া যাবে। এটি এমন একটি অঞ্চল, যা মলদোভার বিচ্ছিন্ন অংশ। এখানে রুশ সেনারা ইতোমধ্যে ঘাঁটি স্থাপন করেছে। 

রাশিয়ায় ইউনিয়ন অব ডিফেন্স ইন্ডাস্ট্রি প্ল্যান্টসের বার্ষিক সভায় রুস্তাম মিনেকায়েভ এসব কথা বলেন। এ নিয়ে মন্তব্যের জন্য বিবিসি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

এর আগে, বৃহস্পতিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগর মারিউপোল দখলে নেওয়ার দাবি করে রাশিয়া। এবার জানা গেল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের ৪২টি গ্রামও দখল করে নিয়েছে রুশ সেনারা। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলছেন, মারিউপোল দখলের দাবি অসত্য। সেখানে লড়াই চলছে। 

আরএইচ