ইউক্রেন যুদ্ধ ‘অধিকার লঙ্ঘনের ভয়াবহ ঘটনা’ : জাতিসংঘ
ইউক্রেন যুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা উপেক্ষিত হয়েছে। এ যুদ্ধকে নাগরিকদের ‘অধিকার লঙ্ঘনের ভয়াবহ ঘটনা’ হিসেবে আখ্যা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। শুক্রবার এমনটি জানিয়েছে বিবিসি।
দেশটিতে কাজ করা জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন বুচায় ৫০ জনের আইনবহির্ভূত হত্যার তালিকা করেছে এবং ইচ্ছাকৃত হত্যাকে যুদ্ধাপরাধের শামিল বলে গণ্য করছে। এক বিবৃতিতে মানবাধিকার দপ্তর এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, জাতিসংঘের তদন্তে দেখা গেছে বুচায় ঘটে যাওয়া ‘হত্যাকাণ্ড’ বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।
বিজ্ঞাপন
জাতিসংঘের পর্যবেক্ষণ মিশন ইউক্রেনজুড়ে এ পর্যন্ত আইন বহির্ভূত ৩০০ হত্যার অভিযোগ পেয়েছে। এছাড়াও যৌন সহিংসতা, বেসামরিক এলাকায় বোমা মেরে মানুষ হত্যা এবং অবকাঠামো ধ্বংস, বন্দি করা, অসুস্থদের চিকিৎসা না দেওয়া, নির্যাতন এমনকি বেসামরিক ও উভয়পক্ষের যুদ্ধবন্দিদের হত্যার মতো অপরাধের প্রমাণ পাওয়া গেছে।
জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল বাশলে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা নিশ্চিতে এবং সব অভিযোগ তদন্তের আবেদন জানিয়েছেন।
টানা প্রায় দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। অভিযান শুরুর পর থেকেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বারবার রাশিয়াকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করছে। বিষয়টি আন্তর্জাতিক আদালত পর্যন্ত গড়িয়েছে। তবে মস্কোর পক্ষ থেকে বারবারই যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
এদিকে, রুশ সামরিক বাহিনীর এ আগ্রাসনে অবকাঠামোগতভাবে ইউক্রেনের ক্ষতি হয়েছে ৬ হাজার কোটি মার্কিন ডলার। এমনটি জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। এভাবে চলতে থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আরএইচ