সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের এখন পর্যন্ত প্রায় সাড়ে চার হাজার আবাসিক ভবন ধ্বংস করেছে রাশিয়া।

শনিবার (২৬ মার্চ) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেনে প্রায় ৪৫০০টি আবাসিক ভবন, ১০০টি কোম্পানি ভবন, ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ১৫০টি হাসপাতাল ধ্বংস করেছে।

ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদ সংস্থার বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, ইউক্রেনের সম্প্রদায় ও আঞ্চলিক উন্নয়ন মন্ত্রী অলেক্সি চেরনিশভ বলেছেন, যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে না। খনি অপসারণের পর সারা দেশের মোট ক্ষতির মূল্যায়ন করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইউক্রেনের ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এর পরিমাণ প্রতিদিন বাড়ছে।

এদিকে পুনর্গঠন প্রচেষ্টার লক্ষ্যে ইউক্রেন সরকার নির্মাণ সামগ্রীর আমদানি পদ্ধতি সহজ করেছে। মন্ত্রী যোগ করেন, যেকোনো পুনর্গঠনের আগে খনি ও ধ্বংসস্তূপ পরিষ্কার করতে হবে।

ইউক্রেন পুনর্গঠনের প্রচেষ্টায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞরা এগিয়ে আসবেন বলেও আশা করেন তিনি।

এমএইচএস