রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের এক কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশের বেশি বলে রোববার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জানিয়েছেন।

সংস্থাটি বলেছে, ইউক্রেনের প্রায় ৩৪ লাখ মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়েছেন, যাদের বেশিরভাগই গেছেন পোল্যান্ড সীমান্তে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, ‘বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন— বেসামরিক নাগরিকদের ভোগান্তি অর্থাৎ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার দায় তাদের।’ ইউক্রেনের এতসংখ্যক মানুষের দেশ ছেড়ে পালানোর দায় পরোক্ষভাবে রাশিয়ার ওপর চাপিয়েছেন তিনি।

ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে, সেখানকার ১ কোটি মানুষ পালিয়ে গেছেন। এসব মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন অথবা বিদেশে শরণার্থী হিসাবে পাড়ি জমিয়েছেন।’

সংস্থাটি বলেছে, গত ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর ৩৩ লাখ ৮৯ হাজার ৪৪ জন ইউক্রেনীয় দেশের সীমানা পেরিয়ে পালিয়ে গেছেন। এছাড়া আরও শনিবারের পর আরও ৬০ হাজার ৩৫২ জন দেশটি ছেড়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা আগের দিনের মতো প্রায় একই।

যারা ইউক্রেন ছেড়ে পালিয়েছেন তাদের প্রায় ৯০ শতাংশ নারী এবং শিশু। ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা সামরিক বাহিনীতে যোগদানের ডাক পাওয়ায় তারা দেশ ছাড়তে পারছেন না।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বিদেশে যেসব মানুষ পালিয়েছেন তাদের মধ্যে শিশু রয়েছে ১৫ লাখের বেশি। তারা মানব পাচার এবং শোষণের যে ঝুঁকির সম্মুখীন হয়েছে তা ‘বাস্তব এবং ক্রমবর্ধমান’ বলে সতর্ক করে দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বলেছে, তৃতীয় দেশের প্রায় ১ লাখ ৬২ হাজার নাগরিক ইউক্রেন থেকে প্রতিবেশি অন্য কোনো দেশে পালিয়ে গেছেন। আরও লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেলেও এখনও ইউক্রেন সীমান্তে রয়েছেন।

আইওএমের প্রতিনিধিদের এক সমীক্ষার পর জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, বুধবার পর্যন্ত ইউক্রেনে প্রায় ৬৪ লাখ ৮০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার আগ্রাসন শুরুর আগে পর্যন্ত ইউক্রেনের সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে মোট ৩ কোটি ৭০ লাখ মানুষের বসবাস ছিল।

কোন দেশে কতসংখ্যক ইউক্রেনীয় পালিয়েছেন?

পোল্যান্ড

ইউএনএইচসিআরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, প্রতি ১০ জন ইউক্রেনীয় শরণার্থীর মধ্যে অন্তত ছয়জন ইতিমধ্যে পোলিশ সীমান্ত অতিক্রম করেছেন। পোলিশ সীমান্ত পাড়ি দেওয়া এই মানুষের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ৩৯২ জন।

যারা ইউক্রেন থেকে পশ্চিমে পোল্যান্ড, হাঙ্গেরি এবং স্লোভাকিয়ায় চলে গেছেন, তাদের অনেকেই পরবর্তীতে ইউরোপের উন্মুক্ত সীমান্ত শেনজেন অঞ্চলের অন্যান্য দেশে ভ্রমণ করছেন। ইউএনএইচসিআর বলছে, আমরা ধারণা করছি, প্রাথমিকভাবে এসব দেশ থেকে বিপুল সংখ্যক ইউক্রেনীয় অন্য দেশে চলে গেছেন।

রোমানিয়া

ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, প্রায় ৫ লাখ ২৭ হাজার ২৪৭ ইউক্রেনীয় রোমানিয়ার দিকে ছুটেছেন। পরে তাদের বৃহৎ একটি অংশ মলডোভা থেকে রোমানিয়া এবং ইউক্রেনের সঙ্গে সীমান্তযুক্ত ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে চলে গেছেন। 

মলডোভা

ইউক্রেনের প্রধান বন্দরনগরী ওডেসার একেবারে কাছের সীমান্ত রয়েছে মলডোভার। ইউএনএইচসিআর বলছে, ৩ লাখ ৬২ হাজার ৫১৪ জন ইউক্রেনীয় ইউরোপীয় ইউনিয়নের বাইরের এই দেশটিতে প্রবেশ করেছেন। ইউরোপের অন্যতম দরিদ্র এই দেশ থেকে ট্রানজিটের মাধ্যমে পশ্চিমের রোমানিয়া এবং অন্যান্য দেশের পথ ধরেছেন তারা।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বলেছে, ওডেসার সবচেয়ে নিকটবর্তী পালানসা সীমান্তে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ আসছেন।

হাঙ্গেরি 

হাঙ্গেরিতে পাড়ি জমানো ইউক্রেনীয় শরণার্থীর সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। বর্তমানে দেশটিতে ৩ লাখ ৫ হাজার ১৮ ইউক্রেনীয় পৌঁছেছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

ইউক্রেনের সাথে হাঙ্গেরির পাঁচটি সীমান্ত চৌকির পাশাপাশি জাহনিসহ বেশ কয়েকটি সীমান্ত শহর। যেখানে স্থানীয় কর্তৃপক্ষ সরকারি বিভিন্ন ভবন উদ্বাস্তুদের জন্য জরুরি কেন্দ্র হিসেবে ব্যবহার করছে।

স্লোভাকিয়া

স্লোভাকিয়ার সঙ্গে ইউক্রেনের ছোট সীমান্ত এলাকা রয়েছে। এই সীমান্ত পেরিয়ে ইতিমধ্যে ২ লাখ ৪৫ হাজার ৫৬৯ জন ইউক্রেনীয় স্লোভাকিয়ায় পৌঁছেছেন।

রাশিয়া

আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন ইউক্রেনীয় শরণার্থী রাশিয়ায় আশ্রয় চেয়েছেন। তবে ইউএনএইচসিআর বলছে, গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারির মধ্যে বিচ্ছিন্নতাবাদী-নিয়ন্ত্রিত রাশিয়া-পন্থি দনেৎস্ক এবং লুহানস্ক অঞ্চল থেকে প্রায় ৫০ হাজার মানুষ রাশিয়ায় প্রবেশ করেছেন।

বেলারুশ

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রতিবেশি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশে ২ হাজার ৫৪৮ জন শরণার্থী পাড়ি জমিয়েছেন বলে জানিয়েছে ইউএনএইচসিআর।

এসএস