ইউক্রেনে ৮৪৭ বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে ১৮ মার্চ পর্যন্ত অন্তত ৮৪৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩৯৯ জন। এ তথ্য জানিয়েছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস (ওএইচসিএইচআর)।
জাতিসংঘের সংস্থাটি তাদের ওয়েবসাইটে বলেছে, ওএইচসিএইচআর মনে করে হতাহতের মূল সংখ্যা আরও বেশি। বিশেষ করে সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে এবং শেষ কিছুদিনে এ সংখ্যাটি আরও বেশি হতে পারে।
বিজ্ঞাপন
সেখানে উল্লেখ করা হয়েছে, যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৩৬ শিশুর মৃত্যু হয়েছে।
ওএইচসিএইচআর বলছে, বিস্ফোরক অস্ত্র যেমন ভারী কামান, রকেট সিস্টেম থেকে ছোড়া এবং ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা
এসএসএইচ