সিইও নিজেই যখন উবার চালক
উবারের দক্ষিণ এশিয়ার সিইও প্রভজিৎ। সম্প্রতি উবারের সেবা সংক্রান্ত একটি গবেষণায় অংশ নিতে নিজেই উবার চালকের আসনে বসে পড়েছিলেন। তারপর রীতিমত যাত্রীও বহন করেছেন। ভারতে তার গাড়িতে যাত্রী হয়েছেন এমন একাধিক রাইডার এই অভিজ্ঞতা শেয়ার করেছেন।
অনন্যা দ্বিবেদী নামের এক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি অফিসের কাজের পর ফেরার সময় উবারের জন্য অপেক্ষা করছিলাম। চালকের আসনে কে রয়েছেন তা প্রথমে বুঝতে পারিনি। পরে দেখি প্রভজিৎ নিজেই গাড়িটি চালাচ্ছেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম।
বিজ্ঞাপন
সৌরভ কুমার ভার্মা নামের একজন লিখেছেন, কোম্পানির পরিষেবা উন্নত করার জন্য উবার ইন্ডিয়ার বসের সততার জন্য প্রশংসা।
দিল্লি এবং গুরগাঁওয়ে ঘটা এমন ঘটনার কথা সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে গেছে। প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
এই একই ধরণের ঘটনা ঘটেছে অন্য মধুবন্তী সুন্দররাজনের সঙ্গেও। অভিজ্ঞতা শেয়ার করে তিনি লেখেন, আমি অফিসে যাওয়ার জন্য উবার ডেকেছিলাম। গাড়ি এল। উঠলাম। চালক বললেন, হাই মধুবন্তী। আমি উবের ইন্ডিয়ার সিইও। আপনি আজ আমার প্রথম যাত্রী।
উবারের এই উদ্যোগকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন মধুবন্তী।
উল্লেখ্য, প্রভজিৎ সিং ২০২০ সালে ভারত ও দক্ষিণ এশিয়ায় উবারের সিইও হিসেবে দায়িত্বে আছেন।
এইচকে