কিয়েভ ও খারকিভের মতো গুরুত্বপূর্ণ শহরে আটকে থাকা অধিকাংশ ভারতীয়দের উদ্ধার করে দেশে ফিরিয়েছে ভারত। তবে পূর্ব ইউক্রেনের সুমি শহরে এখনো অনেক ভারতীয় আটকে আছেন।

অন্তত ৭০০ জন ভারতীয় সেখানে আটকে রয়েছেন। রোববার গোটা ইউক্রেন জুড়েই লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। ফলে এসব ভারতীয় নাগরিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

শনিবার সুমিতে আটকে থাকা অনেক ভারতীয় নেটমাধ্যমে জানিয়েছিলেন, তারা হেঁটে রাশিয়ার সীমান্তে পৌঁছনোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পরিস্থিতি প্রতিকূল হওয়ায় তাদের বাইরে বেরোতেই নিষেধ করা হয়েছে।

এরই পাশাপাশি, ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, খারকিভের পিসোচিন গ্রামে আটকে থাকা ৪৪ জন ভারতীয় ইতোমধ্যেই পোল্যান্ড সীমান্তের দিকে রওনা দিয়েছেন।

ইউক্রেনে রুশ সেনা অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭৬টি বিমান পাঠিয়ে ১৫ হাজার ৯২০ জন ভারতীয়কে দেশ ফিরিয়েছে ভারত। 

এইচকে