প্রতীকী ছবি।

সৎ ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক নারী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার চারু মার্কেট থানা এলাকায়। শনিবার (৫ মার্চ) রাতে ২৫ বছর বয়সের ওই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাকে আদালতে তোলা হলে তার জামিন মঞ্জুর করেন বিচারক।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অভিযুক্তের বাবার দুটি বিয়ে। প্রথম পক্ষের সন্তানের সঙ্গে একই পরিবারে থাকেন তার দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় পক্ষের সন্তান। মাঝেমধ্যে তাদের মধ্যে পারিবারিক বিবাদও লেগে যায়। গত ২০ জানুয়ারি বাড়িতে গ্যাস সিলিন্ডার নিয়ে অভিযোগকারিণী নারীর সঙ্গে কথা কাটাকাটি হয় সৎ ছেলের। 

ওই নারীর দাবি, সেই সময় তার স্বামীর আগের পক্ষের ছেলে সুজয় তার শ্লীলতাহানির চেষ্টা করেন। তখন তার বাবা তাকে বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। সে সময় তার পরনের পোশাকও ছিঁড়ে দেয় অভিযুক্ত সৎ ছেলে।

পরদিন চারু মার্কেট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নারী। সিআরপিসি-র ১৬৪ নম্বর ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিও দেন। এরপর অভিযুক্ত সুজয়কে গ্রেপ্তার করে চারু মার্কেট থানার পুলিশ।