ইউক্রেনের আক্রমণে পুড়ে ছাই রুশ হেলিকপ্টার
ইউক্রেনে রাশিয়ার হামলা প্রায় ১০ দিন পড়ল। ইউক্রেনে আটকে থাকা অন্যান্য দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য সাময়িক যুদ্ধ বিরতির কথা ঘোষণা করেছে মস্কো। তবে এখানেই যুদ্ধের ইতি কিনা সেই বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে বারবার প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। শুধু প্রতিরোধ না বলে একে গণপ্রতিরোধ বলাই ভাল। কারণ রাশিয়ার মতো শক্তিধর দেশের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সাধারণ ইউক্রেনবাসীকে হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বিজ্ঞাপন
প্রেসিডেন্টের ডাকে সারা দিয়ে অত্যাধুনিক অস্ত্র হাতে তুলে নেওয়ার পাশাপাশি বোতল বোমা বা মলোটভ ককটেল দিয়ে রুশ বাহিনীকে প্রাণপণ রোখার চেষ্টা করে চলেছে ইউক্রেন। তাই সামরিক শক্তিতে অনেক এগিয়ে থেকেও রাজধানী কিয়েভ অধরাই থেকে গিয়েছে ভ্লাদিমির পুতিনের।
রাশিয়া-ইউক্রেনে লড়াইয়ের মাঝেই হঠাৎ করে সামনে এসেছে মারাত্মক ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে, উড়ন্ত এক হেলিকপ্টারের ওপর হঠাৎ করেই গোলাবর্ষণ করা হচ্ছে। জানা গেছে, সেটি মূলত রাশিয়ার হেলিকপ্টার।
কিয়েভের খুব কাছেই উড়ে বেড়াচ্ছিল ওই হেলিকপ্টার। হঠাৎ ওই রুশ হেলিকপ্টারের ওপর ইউক্রেনের বাহিনী হামলা চালায়। গোলার আঘাতে ওই রুশ হেলিকপ্টারে আগুন ধরে যায়। এটি পুড়তে পুড়তে মাটিতে পড়ে।
ওএফ