বার্ডিয়ানস্ক শহরের ফাইল ছবি

ইউক্রেনের দক্ষিণ উপকূলের শহর বার্ডিয়ানস্কের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ সেনারা। শহরের ভারপ্রাপ্ত মেয়র ওলেকসান্দ্র এসভিদলোর বরাতে এ খবর জানিয়েছে সিএনএন। 

মেয়র জানান, রাশিয়ার সেনারা বার্ডিয়ানস্কে ঢুকে পড়েছে। শহরের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। তবে সিএনএন এর সত্যতা যাচাই করতে পারেনি। 

বার্ডিয়ানস্কে ছোট একটি নৌঘাঁটি রয়েছে। প্রায় ১ লাখ মানুষ এ শহরে বাস করে ।

শহরের বাসিন্দাদের উদ্দেশে ফেসবুক পোস্টে মেয়র এসভিদলো বলেন, কয়েক ঘণ্টা আগেই আমাদের চোখের সামনে সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে শহরে প্রবেশ করেছে। আমি বাসিন্দাদের বলতে চাই, আশ্রয়স্থলে লুকানোর সুযোগ আপনাদের রয়েছে।  

তিনি বলেন, কিছুক্ষণ আগে অস্ত্রধারী সৈন্যরা এক্সিকিউটিভ কমিটি বিল্ডিংয়ে প্রবেশ করে নিজেদের রাশিয়ান সৈন্য বলে পরিচয় দেয়। তারা জানিয়েছে, সব প্রশাসনিক ভবনের নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। 

বার্ডিয়ানস্ক আজ (রোববার) লাইন অন ফায়ারে ছিল। জানি না কালও এমন হবে কি না। কিন্তু আজ রাত খুব কঠিন হতে যাচ্ছে- বলেন মেয়র। 

আরএইচ