রাশিয়ান এয়ারলাইন্সের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পর্তুগাল। ইউক্রেনে রুশ হামলার পাল্টা জবাবে এ পদক্ষেপ নিল দেশটি।   

পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় রোববার টুইটবার্তায় এ পদক্ষেপের ঘোষণা দিয়েছে।

টুইট বার্তায় বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হামলার পাল্টা জবাবে আমাদের ইউরোপীয় অংশীদারদের সঙ্গে মিলে এ পদক্ষেপ নেওয়া হলো।

মন্ত্রণালয় জানায়, পর্তুগাল ইউক্রেনকে সামরিক সরঞ্জাম যেমন ওয়েস্টকোট, হেলমেট, নাইট ভিশন গ্লাস, গ্রেনেড, গোলাবারুদ, পোর্টেবল রেডিও, অটোমেটিক রাইফেল দিয়ে সহযোগিতা করবে। 

জার্মানি, ইতালি, ফ্রান্স ও স্পেনের মতো ইউরোপের অনেক দেশই রাশিয়ার জন্য তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে। সেসব দেশের সঙ্গেই যোগ দিল পর্তুগাল।

আরএইচ