রুশ হামলায় ইউক্রেনে বিশ্বের সবচেয়ে বড় কার্গো প্লেন ধ্বংস
‘ইউক্রেনের তৈরি’ বিশ্বের সবচেয়ে বড় কার্গো উড়োজাহাজ আন্তোনভ এএন-২২৫ ‘ম্রিয়া’ রাশিয়ার হামলায় ধ্বংস হয়েছে। রাজধানী কিয়েভের কাছে হোস্তোমিল বিমানবন্দরে হামলায় উড়োজাহাজটি ধ্বংস হয়।
রোববার ইউক্রেনের জাতীয় অস্ত্র উৎপাদনকারী কোম্পানি ইউক্রোবোরোনপ্রোমের বরাতে জেরুজালেম পোস্ট এ খবর জানিয়েছে।
বিজ্ঞাপন
কোম্পানিটি তাদের ফেসবুক পেজে লিখেছে, রাশিয়ান দখলদাররা ইউক্রেনিয়ান এভিয়েশনের ফ্ল্যাগশিপ এএন-২২৫ ম্রিয়া ধ্বংস করে দিয়েছে। কিয়েভের কাছাকাছি হোস্তোমিল বিমানবন্দরে এটি ধ্বংস হয়।
ইউক্রোবোরোনপ্রোম বলছে, কার্গো উড়োজাহাজটি মেরামতে তিন বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি খরচ হবে। সময় লাগবে পাঁচ বছরেরও বেশি। এর মেরামতের খরচ রাশিয়ার দেওয়া উচিত।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা টুইটে লিখেছেন, এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ এএন-২২৫ ম্রিয়া (ইউক্রেনীয় ভাষায় এর অর্থ স্বপ্ন)। রাশিয়া হয়তো আমাদের স্বপ্ন ধ্বংস করেছে। তবে শক্তিশালী, স্বাধীন ও গণতান্ত্রিক ইউরোপীয় রাষ্ট্র নিয়ে আমাদের স্বপ্নকে তারা কখনো ধ্বংস করতে সমর্থ হবে না। আমরা জয়ী হবো।
এএন-২২৫ ১৯৮৫ সালে তৈরি, প্রথমবার ১৯৮৮ সালে এটি ওড়ানো হয় । এতে ৩০টির বেশি চাকা, ছয়টি ইঞ্জিন ও ২৯০ ফুটের পাখা ছিল। আনলোডেড অবস্থায় এয়ারক্র্যাফটির রেঞ্জ ১৫ হাজার ৪০০ কিলোমিটার, লোডেড অবস্থায় ৪ হাজার ৫০০ কিলোমিটার। এর নাম ম্রিয়া, ইউক্রেনিয়ান ভাষায় যার অর্থ ড্রিম বা স্বপ্ন।
আরএইচ/আরএইচ