বিস্ফোরণের তীব্র ঝলকানি কিয়েভের আকাশে
ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের অঞ্চলে রাশিয়ান সৈন্যদের হামলা অব্যাহত রয়েছে। হামলা প্রতিহত করতে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনের সৈন্যরা। শনিবার রাতে ওই শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
সিএনএন জানিয়েছে, কিয়েভ শহরের দক্ষিণে ভাসিয়েকিভ অঞ্চলে রাতে দুটি বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের সময় বিকট শব্দের সঙ্গে আলোর তীব্র ঝলকানি দেখা গেছে। আরেকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে শহরের দ্বিতীয় প্রধান বিমানবন্দরের কাছাকাছি কোনো অঞ্চল থেকে।
বিজ্ঞাপন
এদিকে বিবিসি জানিয়েছে, মধ্যরাতের আগে এয়ার রেইড সাইরেনের আওয়াজ পাওয়া গেছে। মিসাইল হামলায় নাগরিকদের সতর্ক করতে এ সাইরেন বাজানো হয়।
কিয়েভে শনিবার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের কর্মকর্তারা বলছেন, তাদের সেনাবাহিনী শহরের ওপর চালানো সবশেষ রুশ আক্রমণ প্রতিহত করেছে। তবে রুশ অন্তর্ঘাতী গ্রুপগুলো রাজধানীর ভেতরে ঢুকে পড়েছে।
বৃহস্পতিবার রুশ সেনারা ইউক্রেনে ঢুকে হামলা চালানো শুরু করে। ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে এ পর্যন্ত রুশ হামলায় প্রায় ২০০ ইউক্রেনীয় নিহত হয়েছে যার মধ্যে তিনটি শিশুও আছে। আহত হয়েছে ১ হাজার জনেরও বেশি।
অন্যদিকে ইউক্রেন দাবি করছে তাদের প্রতিরোধে প্রায় তিন হাজার রুশ সৈন্য আহত বা নিহত হয়েছে। জাতিসংঘ বলছে, গত ৪৮ ঘণ্টায় ১ লাখ ২০ হাজার লোক ইউক্রেন ছেড়ে পালিয়েছে।
আরএইচ