মানুষ সাধারণত জিমে কিংবা বাড়িতে ব্যায়াম করেন। কিন্তু একজনকে দেখা গেল হেলিকপ্টারে ঝুলে পুল-আপ করতে। আর্মেনিয়ার রোমান সাহরাদিয়ান এক মিনিটে একটি হেলিকপ্টার থেকে ২৩টি পুল-আপ করে গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন।

ভাইরাল ভিডিওটি গিনেসবুক ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সংক্ষিপ্ত ভিডিওতে দেখা যায়, রোমান একটি হেলিকপ্টার ওড়ার সময় সেটির ল্যান্ডিং স্লাইড ধরে ঝুলছিলেন। তারপর তিনি বিমান থেকে মাঝ আকাশে ঝুলে থাকার সময় দক্ষতার সঙ্গে পুল-আপ করেন। 

‘এক মিনিটে হেলিকপ্টার থেকে বেশিরভাগ পুল-আপ হয়। রোমান সাহরাদিয়ান দ্বারা ২৩,” পোস্টের ক্যাপশনে লেখা হয়।

অনলাইনে শেয়ার করার পর ভিডিওটি ৭৮ হাজারেরও বেশি লাইক সংগ্রহ করেছে। প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা।

‘হেলিকপ্টারটি বিধ্বস্ত না করার জন্য প্রকৃত রেকর্ড পাইলটের জন্য,’ একজন ব্যবহারকারী লিখেছেন। অন্য একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘দয়া করে এই রেকর্ডটি দিতে ইচ্ছুক।’

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে, রোমান গত বছরের ২ অক্টোবর আর্মেনিয়ার ইয়েরেভানে রেকর্ডটি অর্জন করেছিলেন। একাধিকবার রেকর্ডধারীও হয়েছেন তিনি।

এসএসএইচ