৩৯তম বিসিএসের চিকিৎসকদের প্রাপ্য ডেপুটেশন দাবি
৩৯তম বিসিএসে উত্তীর্ণ হয়ে করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন নগরকেন্দ্রিক কোভিড ডেডিকেটেড হাসপাতালে কাজ করা চিকিৎসকদের দ্রুত প্রাপ্য ডেপুটেশন প্রদানের দাবি জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিস (এফডিএসআর)।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টন ও মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে ২০১৯ সালের ৮ ডিসেম্বর যোগদান করে বর্তমানে দুই বছরের বেশি সময় হলেও ৩৯তম বিসিএসের যেসব চিকিৎসক প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে চান্স পেয়েছেন, তাদের প্রাপ্য ডেপুটেশন দেওয়া হচ্ছে না। ডেপুটেশন না দেওয়ার পেছনে কারণ হিসেবে বলা হচ্ছে যে, বিভিন্ন নগরকেন্দ্রিক কোভিড হাসপাতালে কর্মরত থাকার জন্য তারা গ্রামে দুই বছর থাকার প্রয়োজনীয় শর্ত পূরণ করেননি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের এমন সিদ্ধান্তে আমরা বিস্মিত ও ক্ষুব্ধ হয়েছি। জাতির ক্রান্তি লগ্নে সরকারি সিদ্ধান্তে যেসব তরুণ চিকিৎসক কোভিড মহামারি চলাকালে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কোভিড বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করলেন, আজ সে কারণেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে সাহসী ও মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ যাদের পুরস্কৃত হওয়ার কথা, কতিপয় আমলার অমানবিক, নির্যাতন ও হয়রানিমূলক সিদ্ধান্তের কারণে আজ সেসব চিকিৎসকেরই সম্ভাবনাময় ভবিষ্যৎ বিপন্ন।
এতে আরও বলা হয়েছে, ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের পক্ষ থেকে আমরা অবিলম্বে ৩৯তম বিসিএসে যোগদানকারী স্নাতকোত্তর কোর্সে চান্স পাওয়া সব চিকিৎসকের প্রাপ্য ডেপুটেশন প্রদানের জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা চিকিৎসকদের প্রাপ্য অধিকার আদায়ে আইনের আশ্রয় নিতে বাধ্য হব।
টিআই/এসকেডি