স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার নির্ণয় সম্ভব : ঢামেক পরিচালক
‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়’ এই স্লোগান নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব ক্যান্সার দিবস।
রোববার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঢামেক হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের আয়োজনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক ও ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটু মিয়া। উদ্বোধন শেষে রোগীদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
দিবসটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, বিশ্বে প্রতিবছর ক্যান্সারে আক্রান্ত হয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যান। এক সমীক্ষায় দেখা যায় আমাদের দেশে ক্যান্সারে আক্রান্ত হয়ে ১ লক্ষের বেশী মানুষ মারা যায়। ক্যান্সারে মানুষ বিভিন্ন ভাবে আক্রান্ত হচ্ছেন এদের মধ্যে অনেকে সুস্থ হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। আমরা যদি প্রাথমিকভাবে স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার শনাক্ত করতে পারি তাহলে এটার চিকিৎসা করা সম্ভব। অনেকে ভাল হয়ে তাদের স্বাভাবিক জীবন-যাপন করতে পারেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন ঢাকা মেডিকেলে বেশকিছু বিভাগ রয়েছে যেখানে ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। বিশেষ করে মহিলাদের জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিংয়ের মাধ্যমে নির্ণয়ের ব্যবস্থা আছে। এছাড়া পুরুষ ও শিশুদের জন্য স্ক্রিনিংয়ের মাধ্যমে ক্যান্সার নির্ণয়ের ব্যবস্থা রয়েছে। আমি সকলের উদ্দেশ্যে বলব, যারা ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন তারা আমাদের এখানে এসে ফ্রি স্ক্রিনিং করতে পারেন।
মো. নাজমুল হক বলেন, ক্যান্সার চিকিৎসায় যে কেমোথেরাপি দেওয়া হয় সেই ওষুধ আমরা সরকারি টাকায় কেনার চেষ্টা করছি। এছাড়া অন্যান্য ওষুধও বিনামূল্যে দেওয়া যায় কি না সেটার চেষ্টা করছি। আপনারা জানেন এই ক্যান্সার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা সেখানে যেন আমরা তাদের সহযোগিতা করতে পারি। আমরা সমাজসেবা ও বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যোগাযোগ করছি তাদের কাছ থেকে পাওয়া অর্থ যেন ক্যান্সার চিকিৎসায় ব্যয় করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিয়া, রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. আলীয়া শাহনাজ, অধ্যাপক ডা. মোশতাক হোসেন, বহির্বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আবুল বাশার শিকদারসহ অন্যান্য চিকিৎসকরা।
এসএএ/আইএসএইচ