গণস্বাস্থ্যে ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা
গণস্বাস্থ্য নগর হাসপাতালে বিশ্বখ্যাত বিকিরণ আইসোটোপ বিহীন ইলেকট্রনিক ব্রাকিথেরাপির মাধ্যমে সাশ্রয়ী খরচে ক্যান্সার চিকিৎসা শুরু হয়েছে। এটিকে ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শনিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীর উত্তম মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বলা হয়, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যান্সার টিস্যুর ভেতর রেডিওঅ্যাকটিভ সোর্স দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলো রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত, এই সোর্সগুলো খুব উচ্চ মাত্রার বিকিরণ ঘটায়।
ইন্টারন্যাশনাল কমিশন অন রেডিয়েশন প্রোটেকশনে সম্প্রতি গবেষণায় প্রকাশ পেয়েছে যে, উচ্চ মাত্রার বিকিরণের ফলে কম করে হলেও ৫০০টি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণহানি ঘটছে।
রেডিওঅ্যাকটিভ সোর্স ব্যবহারের ভিত্তিতে ব্রাকিথেরাপি দুই রকম আছে, একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত এবং অন্যটি রেডিওনিউক্লিয়াইড মুক্ত বিকিরণ নিরাপদ ইলেকট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যান্সার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকারিতায় নব দিগন্ত উন্মোচন করেছে।
ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে এক্স-রে রশ্মি দ্বারা নিরাপদে চিকিৎসা করা হয়। এই ধরনের ব্রাকিথেরাপি দ্বারা পার্শ্ববর্তী স্বাস্থ্যবান টিস্যুকে কোন ভাবে ক্ষতিগ্রস্ত না করে শরীরের প্রায় যে কোনো স্থানের ক্যান্সার চিকিৎসা করা যায়। যেমন- স্তন ক্যান্সার, নন-মেলানোমা চর্ম ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গাইনোকোলজিকাল ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, প্যানক্রিয়েটিক, অন্ত্র, পায়ুপথ ও মস্তিষ্কের ক্যান্সার ইত্যাদি।
ক্যান্সার রোগীদের সুবিধার কথা ভেবে নগর গণস্বাস্থ্য হাসপাতালে এই সর্বাধুনিক পদ্ধতির ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপি স্থাপন করা হয়েছে।
হাসপাতালের ক্যান্সার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম বলেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে সর্বাধুনিক এই ইলেকট্রনিক ব্রাকিথেরাপিতে খরচ হবে চার থেকে আট হাজার টাকা, যা প্রায় সরকারি হাসপাতালের সমান। কিন্তু অন্যান্য বেসরকারি হাসপাতালগুলোতে এর খরচ ধরা হয় ১২ থেকে ১৮ হাজার টাকা।
তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে হাসপাতালটিতে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রথম চিকিৎসা নেওয়া নারীও সম্পূর্ণ সুস্থ রয়েছে।
অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের ক্যান্সার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মহিব উল্লাহ খোন্দকার, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ রাব্বি প্রমুখ।
টিআই/আইএসএইচ