দেশে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পাল্লা দিয়ে বাড়ছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, দেশে গত এক সপ্তাহে (২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত সময়ে ) করোনায় মৃত্যু বেড়েছে ৭৭.২ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৮.৬ শতাংশ। 

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫০১ জন; মৃত্যু হয়েছে ৩১ জনের।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে প্রকাশিত এপিডেমিওলজিকাল প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে তিন লাখ ১৬ হাজার ৪৪৪ জনের নমুনা পরীক্ষায় এক লাখ ১৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের সপ্তাহে (১৭ জানুয়ারি- ২৩ জানুয়ারি) দুই লাখ ৫৫ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা ছিল ৬৭ হাজার ৪২৫ জন। এতে দেখা গেছে, এক সপ্তাহের ব্যবধানে সংক্রমণ বেড়েছে ৪৮ দশমিক ৬ শতাংশ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে দেশে করোনায় ১৪০ জনের মৃত্যু হয়েছে। আগের সপ্তাহে এ সংখ্যা ছিল ৭৯। সপ্তাহের ব্যবধানে দেশে মৃত্যু বেড়েছে ৭৭ দশমিক ২ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গত বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

টিআই/এসকেডি