সস্তা জনপ্রিয়তা পেতেই চিকিৎসকদের নিয়ে কটূক্তি : বিডিএফ
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম কর্তৃক চিকিৎসক ও প্রকৌশলীদের ‘চোর হিসেবে’ আখ্যায়িত করার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের সংগঠন ‘বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)’। সংগঠনটির দাবি, তার এমন মন্তব্য সস্তা জনপ্রিয়তা পাওয়ার অভিপ্রায় ছাড়া কিছু নয়।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল ও সদস্য সচিব ডা. তাজিন আফরোজ শাহ্ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সম্প্রতি তার এক বক্তব্যে চিকিৎসক ও ইঞ্জিনিয়ারদের সামগ্রিকভাবে ‘চোর’ বলে অভিহিত করেছেন। বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা মির্জা আজমের এই অসত্য এবং মানহানিকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।
বিবৃতিতে বলা হয়, মহান স্বাধীনতাযুদ্ধে চিকিৎসকদের অবদান যেখানে জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করে, করোনা অতিমারির এই ক্রান্তিকালে চিকিৎসক সমাজ যখন শারীরিক ও মানসিকভাবে পর্যুদস্ত তখন তার মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদের এমন মন্তব্য চিকিৎসক সমাজের মাথা নিচু করে দিয়েছে।
বিডিএফ মনে করে, তার এরকম মন্তব্য শুধু মাত্র সস্তা জনপ্রিয়তা পাওয়ার অভিপ্রায় ছাড়া আর কিছু নয়। এ অবস্থায় বিডিএফ আশা করে, এই অসত্য মানহানিকর, বিকৃত এবং কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য তিনি বাংলাদেশের চিকিৎসক ও প্রকৌশলী- এই দুটি মহান পেশাজীবী সমাজের কাছে দুঃখ প্রকাশ করবেন, ক্ষমা চাইবেন এবং বক্তব্যটি প্রত্যাহার করবেন।
বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন ছাড়াও এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। তাদের দাবি, মির্জা আজম চিকিৎসক সমাজকে হেয় করেছেন। চিকিৎসকদের নিয়ে তার এই বক্তব্য অশালীন, আপত্তিকর, মানহানিকর, কল্পনাপ্রসূত ও অবমাননাকর।
স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বশীল পদে থেকে এ ধরনের বক্তব্য ওই যুদ্ধে সম্মুখ সমরে দায়িত্ব পালনকারী চিকিৎসক সমাজকে হেয় করেছে বলেও বিএমএ জানায়।
প্রসঙ্গত, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজমের একটি বক্তব্যের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শনিবার (২৯ জানুয়ারি) জামালপুর জেলা প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সঙ্গে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি। ভিডিওতে দেখা যায়, মির্জা আজম বাংলাদেশের প্রকৌশলী ও চিকিৎসকদের ‘চোর হিসেবে আখ্যায়িত’ করেন।
টিআই/এইচকে