দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে করোনা উপসর্গ থাকলেও সাধারণ মানুষের মধ্যে নমুনা পরীক্ষায় আগ্রহ কম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীসহ সারাদেশে ৮৫২টি আরটিপিসিআর, জিন এক্সপার্ট এবং র‌্যাপিড এন্টিজেন টেস্ট ল্যাবরেটরিতে করোনা শনাক্তে নমুনা পরীক্ষা হচ্ছে। বর্তমানে করোনার সংক্রমণ বাড়লেও নমুনা পরীক্ষা করতে যাওয়া আগ্রহী লোকের সংখ্যা অন্য যেকোনো সময়ের তুলনায় কম দেখা যাচ্ছে। কোনো কোনো জেলায় নমুনা কম সংগ্রহ হচ্ছে। ৬০ বছরের অধিক সংখ্যক বয়সীদের মধ্যেই করোনায় আক্রান্ত ও মৃত্যু বেশি হচ্ছে।

নাজমুল ইসলাম বলেন, করোনা শনাক্তে গত এক সপ্তাহে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা হয়। যা পূর্ববর্তী সপ্তাহের তুলনায় ১৪ হাজারেরও বেশি। শতকরা হিসাবে তা ১১ দশমিক ৫৫ শতাংশের বেশি। গত এক সপ্তাহে ৩ হাজার ৮৯২ জন রোগী শনাক্ত হয়। যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৫০৩ জন বেশি। শতকরা হিসাবে ৬৩ শতাংশের বেশি রোগী শনাক্ত হয়। গত সাতদিনে মারা যান ২৫ জন যা পূর্ববর্তী সাতদিনের তুলনায় ১৪ জন বেশি।

স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা আরও বলেন, বিশ্বে করোনাভাইরাসে ২৯ কোটির বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ৫৪ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আমাদের দেশেও গত ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত সামগ্রিক করোনার যে নিম্নমুখী প্রবণতা ছিল তা একটু একটু করে ঊর্ধ্বগামী হচ্ছে।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুরো বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

টিআই/আইএসএইচ