সংবাদ সম্মেলনে ডা. জাফরুল্লাহ - ছবি : ঢাকা পোস্ট

করোনাভাইরাস প্রতিরোধে দেশে মাত্র ৬ মাসের মধ্যেই টিকা প্রস্তুত করা সম্ভব বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, যে টিকাগুলো বিশ্বে আবিষ্কার হচ্ছে, সেগুলোর ফর্মুলা দেশে আনা হলে ৬ মাসের মধ্যেই প্রস্তুত করা সম্ভব।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক বাংলাদেশে করোনার নতুন ধরন (SARS-CoV-2 ভেরিয়েন্ট) শনাক্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ডা. জাফরুল্লাহ বলেন, একটা অনুরোধ করছি সরকারকে, শুধুমাত্র ব্যবসায়ীদের দিকে নজর না দিয়ে গবেষণার দিকে নজর দিন। গবেষণার দিকে নজর দিলে করোনাভাইরাস বিষয়ে ব্যাপক আকারে গবেষণা করা যাবে। বাংলাদেশের তরুণ গবেষকরা যতগুলো ভ্যাকসিনের নাম শুনেছেন সবগুলো ভ্যাকসিন ছয় মাসের মধ্যে তৈরি করতে পারবে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের ৪৩ বিলিয়ন ডলার মজুদ রয়েছে। এটা অত্যন্ত ভালো খবর। এ টাকা যেন ব্যবসায়ীরা খেয়ে না ফেলে। সেই জন্য প্রতিবার সরকারকে অনুরোধ করছি- মাত্র হাফ বিলিয়ন ডলার, জনপ্রতি মাত্র তিন ডলার সরকার গবেষণার জন্য বিনিয়োগ করুক।

গণস্বাস্থ্য কেন্দ্রের এ ট্রাস্টি বলেন, আমাদের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণা করতে পারবে। তাদের গবেষণার সুযোগটা করে দিতে হবে। রাষ্ট্রের প্রতিটা মানুষের ভালোর জন্য এ গবেষণা করা প্রয়োজন। এজন্য আমরা বলছি কোয়ার্টার বিলিয়ন গবেষণার কাজে, বাকি কোয়ার্টার ভ্যাকসিন উৎপাদনে ব্যয় করা হবে। বিদেশ থেকেও আমরা গবেষক আনতে পারি।

করোনার নতুন ধরন ঠেকাতে দ্রুত টিকা কর্মসূচি চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, সাউথ আফ্রিকা এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনার নতুন ধরন যাতে দেশে ছড়িয়ে না পড়ে সেজন্য দ্রুত টিকা কর্মসূচি চালু করার আহ্বান জানাচ্ছি। করোনার এই নতুন ধরনটি দেশে ছড়িয়ে পড়লে টিকার কার্যকারিতা কমে যেতে পারে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য সামাজিক মেডিকেল কলেজ হাসপাতালের নেফ্রোলজি বিভাগের প্রধান ডা. অধ্যাপক মামুন মোস্তাফী, বিভাগীয় প্রধান মাইক্রোবায়োলজি ড. মাহবুবুর রহমান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ রায়েদ জমিরউদ্দিন, বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর নীহাদ আদনান, গণস্বাস্থ্যের করোনা কিটের সমন্বয়ক এবং মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ড. মুহিব উল্লাহ খোন্দকার, গণস্বাস্থ্য হাসপাতালে আইসিইউ প্রধান অধ্যাপক নজিব মোহাম্মদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

টিআই/এইচকে