ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে অতটা ভয়ংকর নয় : বিজন কুমার
করোনার নতুন ধরন ওমিক্রন দ্রুত ছড়ায়, তবে অতটা ভয়ংকর নয় বলে জানিয়েছেন বিশিষ্ট সংক্রমণ বিশেষজ্ঞ ও গণ বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত ‘কোভিড ১৯, ভ্যারিয়েন্ট অফ কনসার্ন, ডেলটা, অমিক্রন’- বিজ্ঞান, নৈতিকতা, বৈষম্য বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ওমিক্রন নিয়ে ভয়ের কিছু নেই। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধিতেই গুরুত্ব দিতে হবে।
টিকা প্রসঙ্গে এই বিশেষজ্ঞ বলেন, সবার জন্য টিকার ব্যবস্থা না করে বুস্টার ডোজের প্রস্তুতি নেওয়াটা যুক্তিসঙ্গত নয়। আগে সবার জন্য টিকা নিশ্চিত করুন।
বিজন কুমার বলেন, ওমিক্রনের প্রায় ৫০ বার মিউটেশন হয়েছে। এর মধ্যে ৩০টা মিউটেশন হয়েছে স্পাইক প্রোটিনে।আবার ১০টা মিউটেশন হয়েছে রিসেপ্টার ডোমেইন সাইডে। ভাইরাসের যে অংশটি প্রথম মানুষের দেহকোষের সঙ্গে সংযোগ ঘটায় তার নাম রিসেপ্টার বাইন্ডিং ডোমেইন।
তিনি আরও বলেন, ওমিক্রনে ডেল্টার চেয়ে একটা পজিটিভ চার্ট বেশি। ডেল্টা ধরনে খুব শক্তিশালী একটা স্ট্রেইন ছিল পি৬৮১ পজিশনে, ওমিক্রনে এটা খুব বেশি শক্তিশালী নয় দুর্বল। এটা যদি হলমার্ক হয়, তাহলে বর্তমানের ওমিক্রন ধরন ডেল্টার মতো ভয়ংকর নাও হতে পারে বলে আমার ধারণা।
এদিকে টিকা প্রসঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ফার্মাকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক (ডা.) মো. সায়েদুর রহমান বলেন, সবার জন্য টিকার ব্যবস্থা না করে বুস্টার ডোজের প্রস্তুতি নেওয়া যুক্তিসঙ্গত নয়। আগে সবার জন্য টিকা নিশ্চিত করুন।
অনুষ্ঠানে জুমের মাধ্যমে বক্তব্য রাখেন গণস্বাস্থ্যে কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সেমিনারটি পরিচালনা করেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মুহিব উল্লাহ খোন্দকার।
টিআই/ওএফ