সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন ৫ চিকিৎসক
১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। এরমধ্যে রয়েছেন ৫ চিকিৎসক। এর স্বীকৃতি স্বরূপ ব্যক্তি শ্রেণির করদাতাদের মধ্যে এই পাঁচ চিকিৎসকসহ ৭৫ জনকে ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে।
বুধবার (১৭ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অধিশাখা-২ (কর) এর সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান নিসু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
সেরা করদাতা পাঁচ চিকিৎসক হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমইউ) কোলোরেক্টাল সার্জারি বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. একেএম ফজলুল হক, বিএসএমইউর সাবেক উপাচার্য ও বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ডা. জাহাঙ্গীর কবির, বিশিষ্ট ইন্টারভেনশান কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান এবং বিশিষ্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. নার্গিস ফাতেমা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২০-২০২১ অর্থবছরে ট্যাক্স কার্ডের জন্য ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি ক্যাটাগরিতে ৫৪ ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ করদাতাকে মনোনীত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জাতীয় আয়কর দিবসে তাদের হাতে সম্মাননা প্রদান করা হবে বলে জানা গেছে।
টিআই/এমএইচএস