দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের হার কমলেও আত্মতুষ্টির কোনো সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রোববার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদফরের নিয়মিত করোনা বিষয়ক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতি খুবই স্বস্তিদায়ক। তবে আত্মতুষ্টির সুযোগ নেই। গত সাত দিনে আগের সপ্তাহ থেকে আক্রান্ত শনাক্ত কমেছে ৮.৫৮ শতাংশ। মৃত্যু কমেছে ৩৪ শতাংশ।

নাজমুল ইসলাম বলেন, আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। দেশের শিক্ষা কার্যক্রম, অর্থনীতি সচল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

ডেঙ্গু প্রসঙ্গে অধিদফতরের এ মুখপাত্র বলেন, এডিসবাহী মশা সাধারণত দিনের বেলায় কামড় দেয়। সেজন্য দিনে ঘুমালেও মশারি টানিয়ে ঘুমাতে হবে। বর্তমানের অনেক কারণেই জ্বর হতে পারে। হতে পারে সেটি করোনাভাইরাস (কোভিড-১৯) বা ডেঙ্গু। তাই যদি জ্বর আসে কোনো ধরনের অবহেলা করবেন না।

যেকোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হলে করোনার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, বর্ষাকাল শুরু হওয়ার পর দেশে মশাবাহিত রোগটির প্রাদুর্ভাব বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে। এ অবস্থায় জ্বর নিয়ে কোনো রোগী হাসপাতালে এলেই তাকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পাশাপাশি ডেঙ্গু পরীক্ষাও করতে হবে। এ বিষয়ে দেশের সব সরকারি হাসপাতালের পরিচালক, সিভিল সার্জন, তত্ত্বাবধায়ক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।

নাজমুল ইসলাম আরও বলেন, সরকারের তরফ থেকে করোনাভাইরাস ও ডেঙ্গু, দুটো পরীক্ষাই বিনামূল্যে করা হচ্ছে। তাই সাধারণ মানুষের কাছেও আমাদের নির্দেশনা হলো; জ্বর হলেই এ দুটো পরীক্ষা অবশ্যই করাবেন।

টিআই/এসএম