চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সেবা দিচ্ছে ‘স্বাস্থ্যসেবা লিমিটেড’। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে নানা ভোগান্তির অবসান ঘটানোর স্বপ্নে কাজ করছে প্রতিষ্ঠানটি। 

২৪ ঘণ্টা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস নিয়ে জনপ্রিয় হয়ে উঠছে স্বাস্থ্যসেবা লিমিটেড। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট এবং সঠিক মেডিকেল তথ্যসেবা নিশ্চিত করে থাকে প্রতিষ্ঠানটি।

স্বাস্থ্যসেবার প্রধান কার্যালয় ঢাকার গুলশানে। ঢাকাজুড়ে হোম সার্ভিস দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। অনলাইনে টেলিমেডিসিন সেবা দিয়ে ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে স্বাস্থ্যসেবা লিমিটেড। তাদের নিজস্ব ওয়েবসাইটে (নির্মাণাধীন) স্বাস্থ্যসেবা সংক্রান্ত সব সেবা একসঙ্গে পাওয়া যাবে সহজেই।

ওয়েবসাইটের পাশাপাশি স্বাস্থ্যসেবার রয়েছে একটি অ্যাপ, যা থেকে মুহূর্তেই খুঁজে নেওয়া যায় সব সেবা। হটলাইন নম্বরে যোগাযোগ করেও সেবা নেওয়া যায়। ফিজিওথেরাপি, নার্স এমনকি রোগীর সেবায় আয়া সার্ভিসও রয়েছে প্রতিষ্ঠানটির। রয়েছে নিজস্ব ব্লাড ব্যাংক, হেলথ ইনসুরেন্সের মতো সেবাও পাওয়া যাবে স্বাস্থ্যসেবা লিমিটেডে।  

২০১৯ সালে অপ্রাতিষ্ঠানিকভাবে ওয়াজিহা ইসলাম তাসিন ও মোহাম্মদ আলী মহসিনকে সঙ্গে নিয়ে স্বাস্থ্যসেবা চালু করেন প্রসূন। ২০২১ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তিন হাজারেরও বেশি চিকিৎসক ও দুইশর বেশি হাসপাতালের নেটওয়ার্ক রয়েছে প্রতিষ্ঠানটির।  
 
স্বাস্থ্যসেবা লিমিটেডের মাধ্যমে ঘরে বসে যেকোনো মেডিকেল টেস্ট করানো যায়। পাশাপাশি রয়েছে করোনা পরীক্ষারও সুবিধা। কেন রোগীরা সেবা নেবেন, এমন প্রশ্নের উত্তরে তরুণ উদ্যোক্তা প্রসূন বলেন, প্রায় সময়ই রোগীরা হাসপাতালে দালালের খপ্পরে পড়েন, যে কারণে সঠিক চিকিৎসা সেবা পেতে ভোগান্তিতে পড়েন, আমাদের মাধ্যমে হাসপাতালগুলোতে যোগাযোগ করলে ভোগান্তির কোনো সুযোগ নেই।

আরএইচ