ডিসেম্বরের মধ্যে টিকা পাবে ১০ কোটি মানুষ
চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশের ১০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
লোকমান হোসেন মিয়া বলেন, চলতি বছরের মধ্যে দেশে প্রায় ২০ কোটি ডোজ টিকা আসবে। এই টিকা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ১০ কোটি মানুষকে দেওয়া যাবে।
টিকাদান কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমরা সমন্বিত সহযোগিতা বাড়াবো।
উল্লেখ্য, দেশজুড়ে চলমান টিকাদান কার্যক্রমের আওতায় শুক্রবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ৩ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৭৭৩ ডোজ করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ২ কোটি ৪ লাখ ৩৭ হাজার ১১৪ জনকে এবং দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ৬২ হাজার ৬৫৯ জনকে।
এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ১৬ লাখ ২৬ হাজার ৫৪৬ আর নারী ৮৮ লাখ ১০ হাজার ৫৬৮ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৭৭ লাখ ২৮ হাজার ৮১০ আর নারী ৫৫ লাখ ৩৩ হাজার ৮৪৯ জন।
এমএসি/এসকেডি