টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সময়সীমা ১৫ দিনে আনার চিন্তা
প্রথম ডোজের এক মাসের মাথায় করোনার দ্বিতীয় ডোজ ভ্যাকসিন দেওয়া হলেও তা ১৫ দিনে আনা যায় কিনা, সে বিষয়ে চিন্তা-ভাবনা করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের এখন দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলেছেন, দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে দেওয়া যায় কিনা।
জাহিদ মালেক বলেন, এখন আমরা একমাসে দিচ্ছি। এ সময়সীমা ১৫ বা ২০ দিন করে দিতে পারি কিনা, এ বিষয়টি আমাদের দেখতে বলেছেন। যদি সম্ভব হয়, আমরা সেটা করবো।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ মুহূর্তে গণটিকা কার্যক্রম আমরা করছি না, কারণ সেই পরিমাণ ভ্যাকসিন আমাদের হাতে নেই। আমরা গণ (শব্দ) কথাটা আগামীতে ব্যবহার করবো না।
তিনি বলেন, আমাদের হাতে যখন যত ভ্যাকসিন আসবে এবং সেই ভ্যাকসিন দিয়ে যতগুলো লোককে দিতে পারবো, সেই পরিমাণ লোককেই আমরা ডাকবো। যাদের কাছে বার্তা যাবে, তারাই আসবে। লম্বা লম্বা লাইন লাগাতে দেব না। লম্বা লাইন আমরা না চাইতেও হয়েছে।
আমেরিকা বা চীন, সব ভ্যাকসিনই ভালো বলে মনে করেন সরকারের এ মন্ত্রী। তিনি বলেন, তাই হুড়োহুড়ো করে ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজন নেই। নিবন্ধন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না বলেও এসময় জানান তিনি।
এসএইচআর/এসএম