ইএনটি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আবু হানিফ
জাতীয় নাক-কান-গলা (ইএনটি) ইনস্টিটিউটের পরিচালক হয়েছেন অধ্যাপক ডা. আবু হানিফ। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) অবসর-উত্তর ছুটি ও এ সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিতের শর্তে তাকে দুই বছরের জন্য এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, অবসর-উত্তর ছুটি ভোগরত অধ্যাপক ডা. আবু হানিফকে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর ইএনটি ইনস্টিটিউটের পরিচালক কাম অধ্যাপক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
বিজ্ঞাপন
জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট হলো দেশের একটি বিশেষায়িত হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র। এখানে কান, নাক এবং গলার রোগ নিয়ে গবেষণা ও চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালটি ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত।
১৯৯৯ সালে এ ইনস্টিটিউটটির নির্মাণকাজ শুরু হয়। এরপর ১৯ জুন, ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাসপাতালের নতুন ১২তলা ভবনের কাজ উদ্বোধন করেন।
২৫০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত এ ইনস্টিটিউটটে ভর্তি হওয়ার জন্য চার ধরনের শয্যা রয়েছে। এখানে সাইনাসের সমস্যা থেকে শুরু করে এন্ডোসকপির সাহায্যে নাকের হাড় বাঁকা, মাংসবৃদ্ধি, নাকের পলিপ, টিউমার অপারেশন এবং নাক ডাকার কারণ বের করে চিকিৎসা হয়।
এছাড়াও কানের শ্রবণ মাত্রা পরীক্ষা, বধিরতার কারণ, কানের পর্দার ছিদ্র পরীক্ষা, শ্রবণজনিত মাথা ব্যাথা, জন্মগত শ্রবণস্বল্পতা বা বধিরতার কারণ নির্ণয় এবং দেরিতে শিশুর কথা বলার কারণ নির্ণয় ও চিকিৎসার ব্যবস্থা, কণ্ঠস্বর পরিবর্তনের কারণ, কণ্ঠনালির ক্যানসার, স্বরনালি পলিপ অপসারণ, গলগণ্ডসহ থাইরয়েডের সব রোগের চিকিৎসার ব্যবস্থাও আছে এই ইনস্টিটিউটে।
এসএইচআর/এসএম