করোনায় গণস্বাস্থ্যের আইসিইউ বিভাগীয় প্রধানের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতাল ও গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ডা. নাজিব মোহাম্মদ ছিলেন বাংলাদেশের আইসিইউ চিকিৎসা ব্যবস্থার অন্যতম একজন প্রথিতযশা চিকিৎসক। গণস্বাস্থ্য নগর হাসপাতালের আইসিইউ প্রতিষ্ঠায়ও তার ভূমিকা অনস্বীকার্য। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (এসএসএমসি) দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন ডা. নাজিব মোহাম্মদ।
অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে গণস্বাস্থ্যের শোক
অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। শোকবার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে দেশের আইসিইউ চিকিৎসা সেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। প্রফেসর ডা. নাজিব মোহাম্মদ সৌদি আরব কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেন। দেশে বিদেশে আইসিইউতে উন্নত ও আধুনিক চিকিৎসা ব্যবস্থায় অনেক অবদান রেখে গেছেন।’
শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে, অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী শোক বার্তায় অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
টিআই/জেডএস