অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

করোনার সময়ে বিশেষ স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো দেশই প্রস্তুত ছিল না উল্লেখ করে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেছেন, করোনা মহামারির মধ্যে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমেই কেবল স্বাস্থ্য খাতের সঙ্কট মোকাবিলা করা সম্ভব। স্বাস্থ্য কিংবা একক কোনো বিভাগের মাধ্যমে যা সম্ভব নয়। 

রোববার (২৩ মে) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত ওয়েবিনারে বক্তাদের মন্তব্যের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা বলেন। 

এর আগে ‘বিআইডিএস ক্রিটিক্যাল কনভারসেশনস ২০২১ : কোভিড-১৯ লিঙ্কিং ইকোনোমিক অ্যান্ড হেলথ কনসার্নস’ শীর্ষক বিআইডিএস-এর ওয়েবিনারে বক্তারা বলেন, করোনা মহামারির কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা কতটা ভঙ্গুর সেটি উঠে এসেছে বর্তমান প্রেক্ষাপটে। ব্যাংকগুলোর তারল্য, খেলাপি ঋণ (এনপিএল), মূলধন পরিস্থিতি ও সুশাসনের বিষয়ে এখনই কঠোরভাবে নজর দিতে হবে। স্বাস্থ্যবিধির পরিবর্তে এখন জনস্বাস্থ্যবিধি মানার নির্দেশনা জারি করতে হবে। 

বক্তাদের মন্তব্যের প্রেক্ষিতে দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতার বিষয়ে দ্বিমত পোষণ করে অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থা করোনাপূর্ব অবস্থায় বিশ্বের বিভিন্ন সংস্থা থেকে স্বীকৃতি পেয়েছে। করোনাকালের স্বাস্থ্য ব্যবস্থার জন্য কোনো দেশই প্রস্তুত ছিল না।  

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য ব্যবস্থাপনায় সব ধরনের সুযোগ কাজে লাগানো হয়েছে। তবে দেশে টিকার উৎপাদন করতে পারলে টেকসই ব্যবস্থাপনা হবে।

তিনি আরও বলেন, মহামারির এই সময়ে ইনফোডেমিক দেশের জন্য ভয়ঙ্কর হতে পারে। ভুল তথ্যের মাধ্যমে জনগণকে প্রভাবিত করা হচ্ছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, লকডাউন একটি চরম ব্যবস্থা। কিছু ক্ষেত্রে বাস্তব কারণ ও দাবির পরিপ্রেক্ষিতে শিথিল করা হচ্ছে। এটি বৈপরীত্য তৈরি করছে। করোনাকাল স্বাস্থ্য খাত কতটুকু ভঙ্গুর তা দেখিয়ে দিয়েছে।

প্যানেল আলোচক হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী বলেন, সাধারণ মানুষ জীবনের চেয়ে জীবিকার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে। এছাড়া করোনাকালীন সময়ে এটুআই কর্মসূচির মাধ্যমে ডিজিটাল নানান উদ্যোগ ও এর সুফল পেয়েছে মানুষ। সামাজিক দূরত্ব ও মাস্ক পরা হলে সেটি লকডাউন থেকে বেশি কার্যকর হবে।

বিআইডিএস-এর মহাপরিচালক ড. বিনায়ক সেনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান উপস্থিত ছিলেন।

এসআর/এইচকে