ভাতা বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ
সমাবেশে আসবেন না সারজিস— চিকিৎসকদের ‘ভুয়া ভুয়া’ স্লোগান
প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ মোড়ে আয়োজিত সমাবেশে পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা সারজিস আলমের আসার কথা থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত বদল করেছেন বলে জানানো হয়েছে। সারজিস আসছেন না—এমন খবর সমাবেশে ঘোষণা করা হলে চিকিৎসকরা তার বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
এসময় চিকিৎসকরা বলেন, সারজিস না এলেও তারা ভাতা বৃদ্ধির দাবি পূরণ করেই হাসপাতালে ফিরে যাবেন।
বিজ্ঞাপন
রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে সারজিস আলমের সঙ্গে কথা বলেন চিকিৎসকদের ভাতা বৃদ্ধির আন্দোলনে নেতৃত্বদানকারী ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন। পর সব চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বার্তা পৌঁছে দেন তিনি।
ডা. জাবির হোসেন বলেন, এই মাত্র সারজিস আলমের সঙ্গে আমার কথা হয়েছে। আজকের সর্বশেষ আপডেট হলো তিনি আমাদের আন্দোলনে আসতে পারছেন না বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ভাতার বৃদ্ধির জন্য নাকি তিনি অসংখ্য চেষ্টা করেও ৩০ হাজারের বেশি করতে পারেননি। তাই এবার ৩০ হাজারেই আমাদেরকে অবরোধ ছেড়ে দিতে বলেছেন।
তিনি বলেন, আমরা সারজিস আলমের আশ্বাসেই কিন্তু গতদিন শাহবাগ অবরোধ ছেড়ে দিয়েছিলাম। সে দিন তিনিই ঘোষণা দিয়েছিলেন ভাতা বাড়ানো না হলে আজকে তিনি আমাদের সঙ্গে আন্দোলনে যোগ দেবেন। কিন্তু তিনি কথা রাখেননি।
তিনি আরও বলেন, সারজিস আলম আমাদেরকে বলেছেন আমরা যেন এবার ৩০ হাজার টাকাই মেনে নেই। পরবর্তীতে তিনি আগামী জুন-জুলাইয়ে আরেক দফা আমাদের জন্য লড়বেন এবং ভাতা বৃদ্ধির জন্য চেষ্টা করবেন।
এসময় উপস্থিত চিকিৎসকদের উদ্দেশ্যে সারজিস আলমের বক্তব্য মেনে নিবেন কিনা প্রশ্ন রাখেন তিনি। তখন অন্যান্য চিকিৎসকরা 'না' বলে জবাব দেন।
টিআই/এমএসএ