বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে পুনরায় শুরু হয়েছে কিডনি প্রতিস্থাপন সেবা কার্যক্রম।

সোমবার (২৩ ডিসেম্বর) কিডনি প্রতিস্থাপনে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

এর আগে সুপার স্পেশালাইজড হাসপাতালে সর্বশেষ ৩১তম কিডনি ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছিল চলতি বছরের ২৮ জুলাই। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিএসএমএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, সুপার স্পেশালাইজড হাসপাতালের নবনিযুক্ত পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক  ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রমের প্রধান ও ইউরোলজিস্ট অধ্যাপক ডা. একেএম খুরশিদুল আলম প্রমুখ।

এসময় বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, দেশেই বিশেষ করে বিএসএমএমইউতে স্বল্প ব্যয়ে কিডনি প্রতিস্থাপনের উন্নত সেবার সুযোগ সুবিধা রয়েছে। অতিরিক্ত অর্থ ব্যয় করে কিডনি প্রতিস্থাপনের জন্য রোগীদের বিদেশে যাওয়ার প্রয়োজন নেই।

সুপার স্পেশালাইজড হাসপাতালে আজকের ৩২তম কিডনি ট্রান্সপ্ল্যান্টের দাতা হলেন নোয়াখালী জেলার বাসিন্দা কোহিনুর বেগম (৫০)। কিডনি গ্রহীতা হলেন ঢাকার সাহারা বেগম (৪৮)। সকাল ৮টায় শুরু হওয়া এই প্রতিস্থাপন কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয় বিকেল ৩টায়। বিএসএমএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের সামগ্রিক ব্যয় ৩ লাখ টাকা। প্রতিবেশী দেশে গিয়ে এই কিডনি প্রতিস্থাপন করতে হলে ব্যয় হবে ন্যূনতম ২৫ লাখ টাকা।

ওএফএ/এমএ