রেসিডেন্সি কোর্সে ভর্তির সুযোগের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন উত্তীর্ণ হতে না পারা চিকিৎসকরা।

আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ হয়েছেন এমন দাবি করে তারা এবার বিশেষ বিবেচনায় ভর্তি হতে চান বলে জানা গেছে।  

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হলে বিএসএমএমইউর সিন্ডিকেট মিটিং চলছিল। এসময় তাদের ঘেরাও করেন বিএসএমএমইউতে কর্মরত এবং রেসিডেন্সি কোর্সে ভর্তি হতে ইচ্ছুক মেডিকেল অফিসাররা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে হঠাৎ করেই কিছু লোক এসে উত্তেজিত হয়ে হৈচৈ শুরু করেন। তাদের দাবি, বিগত সরকারের সময়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও ভর্তি হতে পারেননি, অনেকে পরীক্ষাও দিতে পারেননি। তারা নানাভাবে বৈষম্যের শিকার। তাই তাদের এবার পরীক্ষায় উত্তীর্ণ করে দিতে হবে। এসময় তারা ভিসিসহ সিন্ডিকেট সদস্যদের আটকে রাখেন।

জানা যায়, এমডি-এমএস রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় ফেল করা ১৩ চিকিৎসক সকালে সিন্ডিকেট সভা চলাকালে রুমের বাইরে হট্টগোল শুরু করেন।  

চিকিৎসকদের একটি সূত্র নিশ্চিত করেছে, বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) দুই গ্রুপের ভেতরকার উত্তেজনায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শী কর্মকর্তারা জানান, দুপুরের দিকে ড্যাবের সাবেক আহ্বায়ক ও বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুসারী এবং কর্মীরা ভিসি ও সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন। এরপর খবর পেয়ে সেখানে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হাসানের অনুসারীরা। এসময় তারা অবৈধভাবে ভর্তির সুযোগ না দেওয়ার পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে অনুত্তীর্ণ হয়েও ভর্তি হতে চাওয়া চিকিৎসকরা পিছু হটেন।

এসব বিষয়ে জানতে চাইলে বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ২০০৩ সাল থেকে এবং ২০০৬ সাল থেকে বিএসএমএমইউতে কর্মরত রয়েছেন কিন্তু রেসিডেন্সি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এমন একদল মেডিকেল অফিসার দুপুরের দিকে হঠাৎ করে এসে হৈচৈ শুরু করেন। তারা রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেননি। এবার তারা বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ চান।

সরেজমিনে দেখা যায়, দুপুর আড়াইটার দিকে সিন্ডিকেট সদস্যদের মিটিং রুমের বাইরে অবস্থান করছেন অবরুদ্ধকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া চিকিৎসকরা। সিন্ডিকেট বৈঠক যে কক্ষে হচ্ছে তার সামনে আনসারদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

টিআই/এসএম