জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে আহত কাজল মিয়াকে (২৭) উন্নত চিকিৎসার জন্য আজ (রোববার) রাতেই থাইল্যান্ডে পাঠানো হচ্ছে। রাত ১১টা ১০ মিনিটে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইট থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে।

রোববার (১৭ নভেম্বর) নিউরো সায়েন্সেস হাসপাতালের ইন্টারভেনশনাল নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হুমায়ুন কবীর হিমু এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১৭ নভেম্বর) উন্নত চিকিৎসার জন্য কাজলকে থাইল্যান্ড নেওয়া হচ্ছে। রাত ১১টা ১০ মিনিটে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের একটি ফ্লাইট থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম উপস্থিত থেকে তাকে বিদায় জানাবেন।

গত তিন মাস ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস (নিন্স) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আন্দোলনে আহত কাজল।

ডা. হুমায়ুন কবীর হিমু জানান, ধীরে ধীরে তার উন্নতি হতে থাকে। কিন্তু গত দু-দিন আগে হঠাৎ ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে রক্তচাপ কমে শকে চলে যান তিনি। পরে নিন্সে বোর্ড করে চিকিৎসা দেওয়া হতে থাকে। আজ সকাল থেকে অবস্থা খারাপ হতে থাকলে আজও বোর্ড মিটিং বসে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজলের সর্বশেষ অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেন। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে গতকাল ১৬ নভেম্বর নিন্সে পাঠান। নাহিদ এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

তবে শনিবার হওয়ায় ভিসা পাওয়া যায়নি। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। দুই মন্ত্রণালয় থেকেই সবুজ সংকেত পান তিনি। পরে কাজলকে এয়ার এম্বুলেন্সে থাইল্যান্ড পাঠানোর সিদ্ধান্ত হয়।

এর আগে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে গণবিপ্লবে আহত মুসাকে এয়ার এম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সে অভিজ্ঞতা থেকেই স্বাস্থ্য উপদেষ্টা সঙ্গে সঙ্গে সিএমএইচে যোগাযোগ করেন। পরে তিনি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন।

টিআই/এমজে