বিএসএমএমইউর অধ্যাপক আবু সালেহ আর নেই
না ফেরার দেশে চলে গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ১০মিনিটের দিকে একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বিজ্ঞাপন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডা. মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমাদের মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ আবু সালেহ সকাল ৯টা ১০মিনিটে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। তার নামাজে জানাজা বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সবাইকে জানাজায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।
জানা গেছে, অধ্যাপক আহমেদ আবু সালেহ বিশ্ববিদ্যালয়ের বেসিক সাইন্স ও প্যারা ক্লিনিক্যাল সাইন্স অনুষদের সাবেক ডিন ছিলেন। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
টিআই/এমএসএ