চোখের পাতা কেন কাঁপে?
কম ঘুম হলেও লাফাতে পারে চোখের পাতা। ঘুম শরীরের স্ট্রেস দূর করতে সাহায্য করে। দীর্ঘ সময় ধরে জেগে থাকার ফলে চোখের পাতা লাফিয়ে ঘুমের দাবি জানায়।
চোখের বিভিন্ন অংশের প্রদাহ কিংবা চোখের পানি শুকিয়ে যাওয়ার উপসর্গ হিসেবেও কারও কারও চোখের পাতা লাফায়। এমনকি কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও এ রকম হয়ে থাকে।
বিজ্ঞাপন
চিকিৎসক অনিরুদ্ধ বিশ্বাস জানান, চোখের পাতা লাফানোর একটি কারণ হতে পারে পর্যাপ্ত ঘুমের অভাব। ব্যস্ততার কারণে অনেক সময় প্রয়োজনীয় ঘুম হয় না। ক্লান্তি থেকে চোখের পাতা লাফাতে পারে।
চোখের উপর অতিরিক্ত স্ট্রেস পড়লে এমন ঘটনা ঘটে। দীর্ঘ সময় ধরে চোখের উপর ডিজিটাল পর্দার আলো পড়ে। এর থেকেই চোখের পাতা কাঁপার মতন ঘটনা ঘটে।
চোখে কন্ট্যাক্ট লেন্স ঠিকভাবে না বসানো কিংবা বয়সজনিত কারণে চোখের নার্ভ দুর্বল হয়ে পড়ে। চোখের শুষ্কতার কারণেও চোখের পাতা লাফায়।
যদি দেখেন সকালে উঠে চোখের পাতা ভারি লাগছে, মাঝেমধ্যেই চোখের পাতা কাঁপছে, সেই সঙ্গেই চোখে চুলকানি, অনবরত চোখ থেকে পানি পড়ার সমস্যা দেখা দিচ্ছে, তা হলে বুঝতে হবে অ্যালার্জিজনিত কিছু সমস্যা হচ্ছে।
ঠান্ডা লেগে অ্যালার্জি হয় অনেকের, কারও আবার কিছু বিশেষ খাবারে অ্যালার্জি থাকে। রাইনিটিস থাকলেও এমন হতে পারে।
এমজে