স্বাস্থ্যের শীর্ষ দুই প্রতিষ্ঠানের অধ্যক্ষকে ওএসডি
ঢাকা ডেন্টাল কলেজ ও কুমিল্লা মেডিকেলের দুই অধ্যক্ষকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। তারা হলেন- কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ ইজাজুল হক ও ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. মো. হুমায়ুন কবীর।
রোববার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (পার-১) উপসচিব দূর-রে-শাহ্ওয়াজদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
তাদের উভয়কে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ২ অক্টোবর পূর্বাহ্নে (দিসেনর প্রথম ভাগ) তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলি হওয়া কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তাদের যোগদানের পর পিডিএস আপডেট করবেন।
পদায়ন হওয়া কর্মকর্তারা যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল perl@mefwd.gov.bd-এ পাঠাবেন বলেও জানানো হয়েছে।
টিআই/জেডএ