যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স, গ্লাসগো (আরসিপিএসজি) থেকে মেম্বারশিপ ও ফেলোশিপ অর্জন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আইয়ুব আলী। একইসঙ্গে দুই অর্জনে ভূষিত হওয়াকে বিরল স্বীকৃতি এবং মহান সম্মানের বলে জানিয়েছেন এ চিকিৎসক।

মঙ্গলবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসক তার অর্জনের বিষয়টি নিশ্চিত করেন।

পুরস্কারপ্রাপ্ত হয়ে তিনি ফেসবুক পোস্টে জানান, দিনটি আরেকটি শুভ দিন। একই সময়ে দুটি অর্জনে ভূষিত হওয়া একটি বিরল উপলক্ষ্য এবং মহান সম্মানের।

ডা. আইয়ুব আলী বলেন, আরসিপিএসজির এ চমৎকার সন্ধ্যার অনুষ্ঠান উপভোগ করতে পেরে সত্যিই অনেক আনন্দ পেয়েছি। বিশেষ করে আমার মাকে স্মরণ করি, যিনি আমাকে জীবনের প্রতিটি ধাপে সর্বশক্তিমান আল্লাহকে স্মরণ করতে শিখিয়েছেন।

গত ২০ আগস্ট যুক্তরাজ্যের গ্লাসগোতে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরসিপিএসজি প্রেসিডেন্ট মাইক ম্যাককার্ডি এবং ভাইস প্রেসিডেন্ট জন সি ব্রেন্নান তাকে স্মারক তুলে দেন। আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে অধ্যাপক আইয়ুব আলীর পরিবারের সদস্যদেরও আমন্ত্রণ জানানো হয়।

এ অর্জনের মধ্য দিয়ে ডা. আইয়ুব আলী যুক্তরাজ্যের ফিজিশিয়ানস অ্যান্ড সার্জন্স, গ্লাসগো থেকে এমআরসিপিএস মেম্বার এবং এফআরসিএস ফেলো হিসেবে ভূষিত হয়েছেন।

টিআই/এসএসএইচ