আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রতিটি স্বাস্থ্য প্রতিষ্ঠানেই বইছে পদত্যাগ-অপসারণের হাওয়া। এরই ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নিয়োগ বাতিলের পর এবার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরও স্বেচ্ছায় অবসরের আবেদন করেছেন।

শনিবার (২৪ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তিনি অব্যাহতি চেয়ে আবেদন করেন।

আবেদনে তিনি বলেন, আমি গত (২৫/০১/১৯৯৯ ইং তারিখে ১৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সরকারি চাকুরিতে প্রথম যোগদান করি। বর্তমানে আমার চাকুরি ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় পারিবারিক কারণে আমি ২২/০৮/২০২৪ ইং তারিখে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে ইচ্ছুক। অতএব, আমাকে ২২/০৮/২০২৪ ইং তারিখে সরকারি চাকুরি হতে স্বেচ্ছায় অবসর গ্রহণের অনুমতিদানে আপনার মর্জি হয়।

টিআই/পিএইচ