প্রতিদিন আমরা বেশিরভাগ মানুষই ফল খাই কিন্তু ফলের সম্পর্কে বহুকিছু তথ্য আমাদের কাছে অজানা থেকে যায়। আমরা অনেকেই জানি না কোন ফলে পোকা হয় আর কোন ফলে হয় না?

সম্প্রতি এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮ জানিয়েছে, কলার এমন এক ফল যার মধ্যে কোনো পোকা হয় না। এর কারণ হলো কলায় সায়ানাইড নামক রাসায়নিক উপাদান পাওয়া যায়। এ কারণে এ ফলটিতে পোকামাকড় দেখা যায় না।

এ ছাড়া, ফলটি আমরা প্রায় প্রতিদিনই খেয়ে থাকি। কলা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়। কলায় প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান পাওয়া যায়, যা শরীরকে সুস্থ রাখতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনেক রকমের কলা পাওয়া যায়। ভারতে প্রায় ৩৩ জাতের কলা জন্মায়। এতে অনেক কলার জাত খুবই সুস্বাদু।

এমজে