ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক হিসেবে আগামী তিন বছরের জন্য আবারও নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডল।

সোমবার (২৪ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী অধ্যাপক ডা. মো. বদরুল আলম মন্ডলকে (কোড নম্বর ৩৩৭৪৬) তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে আগামী ১ জুলাই ২০২৪ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম-পরিচালক কাম অধ্যাপক পদে পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, ডা. বদরুল আলমের এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রজ্ঞাপনের অনুলিপিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, সিনিয়র সচিব, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

টিআই/এসএসএইচ