স্মার্টফোন আসার পর থেকে অনেকেই টেলিভিশন (টিভি) দেখা ছেড়ে দিয়েছেন প্রায়। তবে এখনও অনেক বাড়িতে টিভি দেখা হয়। যদিও অনেকেই জানেন না, ঠিক কতটা দূর থেকে টিভি দেখা উচিত?

আপনার বাড়ির টিভি যদি ২৪ ইঞ্চির হয়, তা হলে অন্তত ৩ ফুট দূর থেকে দেখুন। খুব বেশি দূর থেকেও টিভি দেখা উচিত নয়। ২৪ ইঞ্চি টিভি হলে পাঁচ ফুট দূরত্বের বেশি থেকে দেখবেন না।

৩২ ইঞ্চি টিভি হলে ৬-৭ ফুট দূরত্ব থেকে দেখা উচিত। এতে টিভির আলোতে আপনার চোখের কোনো ক্ষতি হবে না।

৪৩ ইঞ্চি টিভি হলে ৬ থেকে ৮ ফুট দূরত্ব থেকে দেখা উচিত। ৫০ ইঞ্চি টিভি হলে অন্ততপক্ষে ১০ ফুট দূরত্ব রাখা উচিত। টিভি ১২ ফুটের বেশি দূরত্ব থেকে দেখবেন না।

৬০ ইঞ্চি টিভি হলে দূরত্ব রাখতে হবে কমপক্ষে ৯ থেকে ১০ ফুট। অনেকে অবশ্য এর থেকে কম দূরত্ব থেকে টিভি দেখেন। তাতে কিন্তু চোখের ক্ষতি হতে পারে।

প্লাজমা টিভির ক্ষেত্রে নিয়ম কিন্তু আলাদা। সেক্ষেত্রে আপনার টিভির থেকে দূরত্ব হতে হবে কিছুটা বেশি। এক্ষেত্রে প্লাজমার সাইজের উপর দূরত্ব নির্ভর করবে। এইচডি বা ফুল এইচডি টিভির হিসেবের থেকে এক ফিট বাড়িয়ে নিতে পারেন টিভির সঙ্গে দূরত্ব।  সূত্র- নিউজ ১৮

এমজে