স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসিব আহসান। সদ্য বিদায়ী মহাপরিচালক সাহান আরা বানুকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করায় আসিব আহসানকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।

রোববার (১২ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন-১) রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত অফিস আদেশে এ কথা বলা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু অবসর গমনের নিমিত্তে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করায় বদলিকৃত কর্মস্থলে যোগদানের নিমিত্তে এ বিভাগ থেকে ১২ মে অবমুক্ত করায় নতুন মহাপরিচালক যোগদান না করা পর্যন্ত মহাপরিচালকের দায়িত্ব পালনের জন্য যুগ্মসচিব ও অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আসিব আহসানকে নির্দেশক্রমে দায়িত্ব দেওয়া হলো।

উল্লেখ্য, ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব পাওয়া আসিব আহসান ২০২২ সালে যুগ্মসচিব পদে পদোন্নতি পান। এর আগে তিনি রংপুরের জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেন। যুগ্মসচিব আসিব আহসান বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

টিআই/জেডএস