দাবদাহে বন্ধ হচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, মেডিকেল কলেজ?
দেশে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমনকি এই অবস্থা থেকে সহসাই মুক্তি মিলছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুরক্ষা বিবেচনায় ইতোমধ্যে স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। সশরীরে ক্লাস বন্ধ রয়েছে একাধিক বিশ্ববিদ্যালয়েও। এমন প্রেক্ষাপটে সাময়িক সময়ের জন্য মেডিকেল কলেজগুলোতে ক্লাস-পরীক্ষা বন্ধ হবে কি-না এমন প্রশ্ন জেগেছে শিক্ষার্থীদের মধ্যে।
এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মেডিকেল শিক্ষা চিকিৎসা সেবার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় মেডিকেলে ক্লাস-পরীক্ষা স্থগিতের আপাতত কোনো সম্ভবনা নেই। তবে, মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত এলে মেডিকেল কলেজগুলো বন্ধ হতে পারে।
বিজ্ঞাপন
রোববার (২১ এপ্রিল) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজ এ তথ্য জানান।
তিনি বলেন, মেডিকেল কলেজের ক্লাস-পরীক্ষার বিষয়ে আপাতত ওইভাবে কোনো চিন্তা-ভাবনা হয়নি। এখনো পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনাও আসেনি। যেসব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে, সেগুলোর বাচ্চাদের বয়সের স্পর্শকাতরতা রয়েছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি।
ডা. বায়জীদ খুরশীদ বলেন, প্যাথলজিক্যাল সার্ভিসের একটি বড় অংশ মেডিকেল কলেজ থেকে করা হয়। ছুটির কারণে সেবা কার্যক্রম বিঘ্নিত হলে তো সেবা গ্রহিতারা ক্ষতিগ্রস্ত হবেন। বিশেষ করে এই তাপপ্রবাহের জন্যও তো রোগীদের সেবা প্রয়োজন হবে। এসব কারণে অন্যদের মতো চটজলদি কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না। সেবার বিষয় থাকায় চিন্তা-ভাবনা করেই ছুটি দিতে হয়।
‘এ নিয়ে আমরা দ্রুতই মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবো। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে কোনো নির্দেশনা আসবে’—যোগ করেন তিনি।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকদের একাংশের দাবির মুখে গতকাল স্কুল-কলেজ পাঁচদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর রাতের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সব কলেজের ক্লাসও বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া, আলাদা বিজ্ঞপ্তি দিয়ে কারিগরি ও মাদ্রাসা অধিদপ্তরও তাদের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিকে স্কুল-কলেজের পাশাপাশি সরকারি-বেসরকারি অনেক বিশ্ববিদ্যালয়ও অনলাইনে ক্লাস ও পরীক্ষা নেওয়ার ঘোষণা দিয়েছে।
আজ রোববার (২১ এপ্রিল) অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ও একইরকম ঘোষণা দিয়েছে। আজ থেকেই এসব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
টিআই/কেএ