স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরিয়ে দেওয়া হলো ডা. সাদীকে
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) পদ থেকে ডা. মো. শামিউল ইসলাম সাদীকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/ স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. মো. শামিউল ইসলামকে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের (নিপসম) পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হল এবং অবিলম্বে কার্যকর হবে’ বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, পরিচালক (প্রশাসন) পদে দায়িত্ব পাওয়ার আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডাইরেক্টর ও পরিচালক (এমবিডিসি) হিসেবে ছিলেন। তবে প্রশাসনের দায়িত্বে আসার পর থেকে ডা. সাদীর বিরুদ্ধে খোদ চিকিৎসকদেরই ছিল নানা অভিযোগ। এমনকি ২০২২ সালের ২৪ এপ্রিল দুদকে ডা. মো. শামিউল ইসলাম সাদীর বিরুদ্ধে অবৈধ এবং শত শত কোটি টাকার দুর্নীতি তদন্তের জন্য একটি অভিযোগপত্র দাখিল করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
টিআই/এসকেডি